দিল্লির সরকারি হাসপাতালে চলল গুলি। গুরু তেগ বাহাদুর হাসপাতালে গুলিতে আহত হয়েছেন এক রোগী। পুলিশ জানিয়েছে, আততায়ী রোগীকে খুঁজে বের করে চালিয়েছে গুলি।
শাহদরায় অতিরিক্ত পুলিশ কমিশনার বিষ্ণু কুমার শর্মা জানিয়েছেন আততায়ীর নাম জানা যায়নি। তবে তার বয়স আঠারো। তিন থেকে চার রাউন্ড গুলি করে পালিয়ে যায় সে। কেন গুলি চালিয়েছে জানা যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গুলিতে আহত রিয়াজুদ্দিন ২৩ জুন পাকস্থলীর যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে। রবিবার বিকেলে এক চিকিৎসক ব্যান্ডেজ করছিলেন রিয়াজুদ্দিনের ক্ষতে। আচমকা হামলাবাজ সেখানে চলে আসে। পরপর তিন চারটি গুলি চালিয়ে হাওয়া হয়ে যায় সে। রিয়াজুদ্দিন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
দিল্লি সরকারের স্বাস্থ্য মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, হাসপাতালে সুরক্ষা খতিয়ে দেখা হচ্ছে। গুরু তেগ বাহাদুর হাসপাতালের এই ঘটনা কিভাবে হলো পর্যালোচনা করা হচ্ছে।
FIRING DELHI HOSPITAL
দিল্লির হাসপাতালে গুলি, রক্তাক্ত রোগী
×
Comments :0