Ankita Adhikari

এবার রাজনীতির ময়দানে চাকরি হারানো পরেশ কন্যা

রাজ্য জেলা

আবার প্রাক্তন শিক্ষামন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী খবরে উঠে এলেন! আদালতের রায়ে ২০২২ সালের ২০ মে হাইস্কুলের চাকরি হারিয়েছিলেন। যতদিন চাকরি করেছিলেন ততদিনের বেতনও ফেরত দিতে হয়েছিল মন্ত্রী কন্যাকে।
মন্ত্রীত্ব গিয়েছিলো শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীর। তারপর ইডি, সিবিআইয়ের জেরা চলেছে। এখন ও পরেশ চন্দ্র অধিকারী আদালত থেকে ক্লিনচিট না পেলেও দল কিন্তু তাকে পদ থেকে সরায় নি। গত লোকসভা ভোটে জেলায় দলের অটুট ঐক্য দেখাতে যেসব কাটআউট, ফ্লেক্স ছিল তাতে জেলার অন্য নেতাদের সঙ্গে পরেশ চন্দ্র অধিকারীর হাসি মুখ ও ছিল।
মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্র জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। লোকসভা ভোটে মেখলিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হয়ে বাবার সঙ্গে মেয়েও ছিলেন প্রচারে। এই বিধানসভা কেন্দ্রে লোকসভা ভোটে ভালো ফল করেছে তৃণমূল। আর তাই অঙ্কিতা অধিকারির প্রমোশনের কথা ঘোষণা করেছেন দলের জেলা সভাপতি। অঙ্কিতা অধিকারী এখন দলের জেলা সম্পাদকদের একজন।
শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি তৃণমূলে যোগ দিতেই তার মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম প্যানেলের অন্যদের টপকে ওপরে উঠে আসে। তারপর বিষয়টি নয়ে হইচই শুরু হতেই ধামাচাপা পড়ে যায় সব কিছু। কিছুদিন পরেই শিক্ষা দপ্তর মন্ত্রীকন্যাকে নিয়োগপত্র দেয়। আদালতে 
মামলা হয়। আদালত রায় দেয় অন্যায় ভাবে নিয়োগ হয়েছে মন্ত্রীকন্যার। তাকে চাকরিচ্যুত করা হয়। ফেরাতে হয় বেতনও। এহেন একজনকে দলের জেলা কমিটির গুরুত্বপূর্ন পদে বসানোর পর জেলার
রাজনৈতিক মহলে একটা জিনিস স্পষ্ট, মুখ্যমন্ত্রী চাকরি চুরির বিষয়ে ড্যামেজ কন্ট্রোল করতেই শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারিকে সেই সময়ে বাধ্য হয়ে মন্ত্রীসভা থেকে সরিয়েছিলেন। দল থেকে নয়। বহাল তবিয়তে পরেশ চন্দ্র অধিকারী বিধায়ক থেকে গেছেন। হাসপাতালের রোগী কল্যান সমিতির চেয়ারম্যান থেকে গেছেন। আর এবারে সুয্যোগ আর সময় বুঝে আদালতের রায়ে চাকরী যাওয়া মন্ত্রী কন্যাকে দলের জেলা কমিটির গুরুত্বপূর্ণ পদে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment