Sambhal

সম্ভালে ৪ মৃত্যুতে সাংসদের বিরুদ্ধে এফআইআর, অভিযুক্ত ৪০০

জাতীয়

মসজিদে সমীক্ষা ঘিরে উত্তেজনার জেরে পুলিশের গুলিতে মারা গিয়েছেন ৪ জন। আহত বহু। সোমবার সম্ভালের সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তর প্রদেশের পুলিশ। 

সম্ভালের সংঘর্ষে মোট ৪০০ জনের বিরুদ্ধে সাতটি ধারায় এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে। 

রবিবার উত্তর প্রদেশের সম্ভালে শাহী জামা মসজিদে সমীক্ষা ঘিরে উত্তেজনা তৈরির করা অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে বাহিনীরও একাধিক আহত হয়েছেন সংঘর্ষে। 

পুলিশের পাল্টা দাবি, পাথর ছোঁড়া এবং নিজেদের মধ্যে গুলিতে মৃত্যু হয়েছে। সম্ভল লোকসভা কেন্দ্রের মধ্যেই কুন্দরকি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুসলিমদের ভোট দিতে না দেওয়ার গুরুতর অভিযোগ ওঠে। সেখানে কারচুপির ভোটে বিজেপির একতরফা জয়ের পরে পরিস্থিতি উত্তপ্ত হয়েই ছিল। তারপর সমীক্ষায় নেমে পড়ে পুলিশ। 

সম্ভালে ষোড়শ শতকের শাহী জামা মসজিদ ঘিরে নিম্ন আদালত সমীক্ষার রায় দেয়। আদালতে একটি আবেদনে দাবি করা হয় হিন্দু মন্দির ভেঙে ওই মসজিদ তৈরি করা হয়েছে। আদালত রায় দিতেই রবিবার ভোরবেলা থেকে সাত তাড়াতাড়ি নেমে পড়ে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। অভিযোগ মসজিদের ভেতরে ঢুকে সমীক্ষার নামে দেওয়ালে ভাঙচুর করা হতে থাকে। সেই খবর চাউর হতে তীব্র উত্তেজনা ছড়ায়। 

ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের বিরোধী নেতা সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। কংগ্রেস ঘটনাটিকে পরিকল্পিত আখ্যা দিয়েছে। 

সিপিআই(এম) উত্তর প্রদেশ রাজ্য সম্পাদক হীরালাল যাদব একটি বিবৃতিতে বলেছেন সরকারের তরফ থেকে পরিকল্পনা করে উত্তেজনা ছড়ানো হয়েছে।  নিম্ন আদালতের রায় বেরোনোর পরই এত তাড়াহুড়ো করে বিশাল পুলিশ বাহিনী নিয়ে মসজিদে ঢুকে সমীক্ষার নামে উত্তেজনা ছড়ানোর কোন প্রয়োজনই ছিল না। গোটাটাই যোগী আদিত্যনাথ সরকারের মেরুকরণের কৌশল। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মাইকে পুলিশকে বলতে শোনা গিয়েছে, রাজনৈতিক নেতাদের কথায় প্ররোচিত হবেন না। নিজেদের ভবিষ্যতের ক্ষতি করবেন না। আবার পিস্তল উঁচিয়ে হাতের ইশারায় উল্টোপক্ষকে উস্কানি দিতে দেখা গিয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা গণশক্তি’-র পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। 

অভিযোগ, সমীক্ষার সময়ও মসজিদে ঢুকে মুসলিম অংশকে হুমকি দিয়েছে পুলিশ। 

Comments :0

Login to leave a comment