Road Accident Purba Medinipur

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৪, জখম ৩

রাজ্য জেলা

পূর্ব মেদিনীপুরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। আহত ৩ জন। আশঙ্কাজনক অবস্থা একজনের। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নিমতৌড়ির ভান্ডারবেড়িয়াতে।
হঠাৎই বিকট শব্দ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একাধিক মানুষের রক্তাক্ত দেহ। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। হারিয়ে গেল ৪টি তরতাজা প্রাণ। শনিবার রাত্রি প্রায় ১১টা নাগাদ মেছেদার দিক থেকে  দিঘাগামী ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর এমন দুর্ঘটনায় রাতের নিস্তব্ধতা ম্লান হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত গাড়ির চালকের নাম ভাস্কর মোদক। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কোন্নগর কয়েততলার মাঠ এলাকায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে ভাস্কর শনিবার সন্ধ্যে প্রায় সাড়ে ৬টা নাগাদ নিজের গাড়ি নিয়ে  দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। রাতেই ভাস্করের পরিবার তমলুকে গিয়ে ভাস্করের দেহ শনাক্ত করেছে। তবে ভাস্করের সাথে ওই গাড়িতে থাকা মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও এই ঘটনায় স্থানীয় দুই সাইকেল আরোহীরও মৃত্যু হয়েছে। মৃত দুই সাইকেল আরোহীর নাম রাজেন্দ্র সামন্ত ও প্রশান্ত রায়। এদের বাড়ি ভান্ডারবেড়িয়ায়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে মেচেদার দিক থেকে ছোট চারচাকা গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। গাড়িতে এক মহিলা ও গাড়ির চালক ছিল। রাত্রি প্রায় ১১টা নাগাদ গাড়িটি জাতীয় সড়ক ধরে তমলুকের নিমতৌড়ি ঢোকার সামান্য আগে ভান্ডারবেড়িয়ার কাছে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি প্রথমে একটি চলন্ত গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় বলে স্থানীয়দের একাংশের দাবী। সেই সময় ৩ যুবক সাইলেক চড়ে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। ছোট গাড়িটি ওই সাইকেল আরোহীদের পিষে দেয়। তারপর সেটি ধাক্কা মারে রাস্তার পাশের একটি গাছে। আরও তিনজন স্থানীয় বাসিন্দা রাস্তার পাশেই ছিল। তারাও আহত হয়। এরপর নয়ন জুলিতে গাড়িটি উলটে পড়ে। গাড়িটি ছিন্নভিন্ন হয়ে পড়ে। গাড়ির গতি এতটাই বেশী ছিল তার ইঞ্জিন খুলে পড়ে। ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহী ও দুই সাইকেল আরোহীরও মৃত্যু হয়। অন্য এক সাইকেল আরোহীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তমলুকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। 

Comments :0

Login to leave a comment