FRANCE PROTEST

এখনও অশান্ত ফ্রান্স

আন্তর্জাতিক

FRANCE PROTEST NAHEL MURDER PARIS BRUSSELS EUROPEAN POLITICS BELGIUM FRANCE MARSEILLE BENGALI NEWS

মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকন্ঠে নানতের শহরে পুলিশের গুলিতে প্রাণ হারান নাহেল নামে ১৭ বছরের অ্যালজিরিয়ান বংশোদ্ভূত এক কিশোর। সেই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন ফ্রান্সের অভিবাসী সম্প্রদায়ের মানুষ, যাঁদের সিংহভাগ পূর্বতন ফরাসি উপনিবেশগুলি থেকে এসেছেন। সেই প্রতিবাদ আন্দোলন হিংসাত্মক আকার নিয়েছে বলে ফরাসি সরকারের তরফে অভিযোগ করা হয়েছে। 

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডার্মানিন টুইট করে জানিয়েছেন, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২৮০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন ৪২৭জন। ধৃতদের মধ্যে সিংহভাগ কিশোর কিংবা কিশোরী। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই সারা দেশজুড়ে ৪৫ হাজার সামরিক পুলিশ মোতায়েন হয়েছে ফ্রান্সে। 

যদিও অভিবাসী সম্প্রদায়ের অভিযোগ, ভাষা এবং বর্ণের ভিন্নতার জন্য বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয় তাঁদের। গত বছরে ট্র্যাফিক সিগন্যাল অমান্য করার অপরাধে ১৩জনকে গুলি করে হত্যা করে ফরাসি পুলিশ। একই অভিযোগে গুলি করে হত্যা করা হয়েছে নাহেলকে। 


 

Comments :0

Login to leave a comment