সন্দেশখালি আন্দোলনের প্রায় এক বছরের মাথায় সেখানে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারি অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার সেখানে গিয়েছেন তিনি। কিন্তু সেখানে গিয়ে শেখ শাহজাহান, উত্তম সরদারদের জমি, ভেরি দখল নিয়ে কোন কথাই বললেন না মমতা ব্যানার্জি। গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি হানা দেয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে। হামলা হয় ইডি’র ওপর। পলাতক হয় শাহজাহান। তারপর শুরু হয় মানুষের আন্দোলন। সেই সময় মিথ্যা মামলায় কলকাতার বাঁশদ্রোণী থেকে গ্রেপ্তার করা হয় সন্দেশখালির প্রাক্তন বিধায়ক তথা সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য নিরাপদ সরদারকে।
এদিন ওই বিতর্কিত সময় নিয়ে কোন কথা না বলে মুখ্যমন্ত্রী শুধু বলেন, চক্রান্ত হয়েছে। তিনি জানান যে সন্দেশখালিতে সন্দেশের হাব তৈরি করা হবে সরকারের পক্ষ থেকে। কোথায় হবে এই সন্দেশের হাব তার কোন ঘোষনা তিনি করেননি। এর আগে বর্ধমানে ল্যাংচার হাব করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই হাব এখন প্রায় বন্ধের মুখে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কাউকে টাকা দিতে হবে না। উল্লেখ্য শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরদারদের নামে বিরুদ্ধে আন্দোলনের সময় গ্রামে তৈরি হওয়া বিভিন্ন পুলিশ ক্যাম্পে অভিযোগ জানিয়ে ছিলেন গ্রামবাসীরা। সেই সব অভিযোগের ভিত্তিতে সরকার কোন পদক্ষেপ নিয়েছে কি না, বা নিলেও কি পদক্ষেপ নিয়েছে তার কোন কথা শোনা যায়নি মুখ্যমন্ত্রীর মুখে। সন্দেশখালির মানুষের যেই জমি লুঠ করেছিল তৃণমূলের নেতারা তা তাদের ফেরত দেওয়ার জন্য কি সরকার কোন পদক্ষেপ নিয়েছে? নেই কোন উত্তর।
Comments :0