Boston University David Hemery Valentine Invitational 2025 athletics meet

মার্কিন মূলুকে রেকর্ড ভাঙলেন গুলভির

খেলা

ছবি প্রতিকী

 

শনিবার আমেরিকার ম্যাসেচুসেটসের বসটন ইউনিভার্সিটির মাঠে রেকর্ড ভাঙলেন গুলভির সিং। ডেভিড হেমেরি ভ্যালেন্টাইন ইনভিটেশনাল এথলিট মিটে  ২৬ বছরের এই এথলিট ৩০০০ মিটার দৌড় শেষ করলেন মোট ৭ মিনিট ৩৮.২৬সেকেন্ডে। এর আগে এই প্রতিযোগিতায় এই বিভাগে রেকর্ড গড়েছিলেন ভারতেরই সুরেন্দ্র সিং। তিনি দৌড় শেষ করেছিলেন ৭মিনিট ৪৯.৪৭ সেকেন্ডে ২০০৮ সালে। সেপ্টেম্বরে জাপানে ৫০০০ মিটার ও ১০০০০ মিটার দৌড়েও রেকর্ড রয়েছে গুলভিরের। তাই জাতীয় স্তরে এই দুই বিভাগের রেকর্ড ধারকও গুলভিরই । এছাড়াও ভারতের কার্তিক কুমার ৫০০০ মিটারের বিভাগে ১৪মিনিট ৫.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে ৯৫তম স্থান অর্জন করেছেন। 

Comments :0

Login to leave a comment