শনিবার আমেরিকার ম্যাসেচুসেটসের বসটন ইউনিভার্সিটির মাঠে রেকর্ড ভাঙলেন গুলভির সিং। ডেভিড হেমেরি ভ্যালেন্টাইন ইনভিটেশনাল এথলিট মিটে ২৬ বছরের এই এথলিট ৩০০০ মিটার দৌড় শেষ করলেন মোট ৭ মিনিট ৩৮.২৬সেকেন্ডে। এর আগে এই প্রতিযোগিতায় এই বিভাগে রেকর্ড গড়েছিলেন ভারতেরই সুরেন্দ্র সিং। তিনি দৌড় শেষ করেছিলেন ৭মিনিট ৪৯.৪৭ সেকেন্ডে ২০০৮ সালে। সেপ্টেম্বরে জাপানে ৫০০০ মিটার ও ১০০০০ মিটার দৌড়েও রেকর্ড রয়েছে গুলভিরের। তাই জাতীয় স্তরে এই দুই বিভাগের রেকর্ড ধারকও গুলভিরই । এছাড়াও ভারতের কার্তিক কুমার ৫০০০ মিটারের বিভাগে ১৪মিনিট ৫.৬৭ সেকেন্ডে দৌড় শেষ করে ৯৫তম স্থান অর্জন করেছেন।
Comments :0