আর জি করের নির্যাতীতার বাবা মায়ের আবেদনে সাড়া দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়েছে যে আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণে ঘটনায় নতুন করে তদন্ত করতে হবে সিবিআইকে।
এদিন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা হাইকোর্টে জানিয়েছে যে নির্যাতীতার পরিবারের পক্ষ থেকে যেই আবেদন করা হয়েছে সেই আবেদন অনুযায়ী তারা নতুন করে তদন্ত শুরু করবে।
হাইকোর্ট জানিয়েছে যে এই মামলা যেহেতু আদালতে চলছে তাই নতুন করে পরিবারের আবেদনের ভিত্তিতে আর মামলা হবে না। মূল মামলার সাথেই যুক্ত হবে এই মামলা। আগামী ১৫ জানুয়ারি ফের হাইকোর্ট হবে শুনানি।
গত ১৯ ডিসেম্বর সিবিআইয়ে ভরসা নেই। ফের নতুন করে তদন্ত হোক। এমনই আবেদন জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হলেন আর জি করের নিহত চিকিৎসকের বাবা মা। তাদের অভিযোগ প্রমান লোপাট করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এর আগেই তারা অভিযোগ করেছিলেন যে আদালতে মিথ্যা কথা বলছে সিবিআই। সূত্রের খবর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্শন করেন পরিবারের আইনজীবী।
সিবিআই কোন চার্জশিট জমা না দেওয়ায় এই মামলায় জামিন পেয়েন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। প্রথম থেকেই সন্দীপের বিরুদ্ধে সরব ছিলেন নির্যাতীতার পরিবার।
RG Kar Student Death
নতুন করে হবে তদন্ত, বললো হাইকোর্ট
×
Comments :0