জয়েন্ট ফোরাম অব ডক্টরস ও জলপাইগুড়ি নাগরিক সংসদের ডাকে জুনিয়র ডাক্তারদের অনশনে সংহতি জানানো হলো জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১২ ঘন্টা ব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়।
বিশিষ্ট চিকিৎসক সুদীপন মিত্র, স্মরজিত বোস, কমলেশ বিশ্বাস, শিলাদিত্য ভাদুড়ী সহ অন্যান্য চিকিৎসকরা অংশ নেন। স্বাস্থ্যকর্মী, শিক্ষক, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ, নাট্যকর্মী, অধ্যাপক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ ও তাঁদের পরিবারের সদস্যরা যোগ দেন।
সন্ধ্যায় নেতাজী পাড়া বাসস্ট্যান্ডে জলপাইগুড়ি নাগরিক সমাজের উদ্যোগে জমায়েত হয় সংহতিতে।
সকালে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের স্পেশালিটি হাসপাতাল ইউনিটের ইমার্জেন্সি বিভাগের সামনে ‘অভয়া ক্লিনিক‘-এ ২৮২ জন রোগীকে চিকিৎসা পরিষেবা দেন চিকিৎসকরা।
JALPAIGURI HUNGER STRIKE
প্রতীকী অনশন, নাগরিক জমায়েতে সংহতি জলপাইগুড়িতে
×
Comments :0