ICC T20 World Cup

টি ২০ বিশ্বকাপে শুরু হতে চলেছে মূলপর্বের খেলা

খেলা

পুরুষের আইসিসি টি২০ বিশ্ব কাপের প্রথম আটটি দল হিসাবে কোয়ালিফাই করলো ভারত, আফগানিস্তান, আমেরিকা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ স্টেজের খেলা শেষ এবার শুরু মূল পর্বের খেলা। এই ৮ টি দলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে গ্রুপ ১ এবং গ্রুপ ২। 

গ্রুপ ১-এ আছে ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ ২-এ আছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। এই দুটি  গ্রুপে থাকা চারটি দল একে অপরের সঙ্গে তিনটি করে ম্যাচ খেলবে এবং এই তিনটি ম্যাচের মধ্যে যে দুটি দল সর্বাধিক ম্যাচ জিতবে তারা সেমিফাইনালের জন্য উত্তীর্ণ হবে। 

বুধবার ১৯ জুন কোয়ার্টার ফাইনালে প্রথম খেলা গ্রুপ ২-এর অন্তর্ভুক্ত আমেরিকা সঙ্গে দক্ষিণ আফ্রিকার ভারতীয় সময় রাত্রি আটটায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, নর্থ সাউন্ড, অ্যান্টিগায়ে খেলা ছিল যার ফলাফল হল আমেরিকার টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রান করে কুড়ি ওভারে মাত্র ৪ উইকেটের বিনিময়ে দিতীয় ইনিংসে আমেরিকা ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিনিময়ে মাত্র ১৭৬ রান করতে পারে ২০ ওভারে। 

বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ছটায়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা ছিল। ইংল্যান্ড টসে জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয়, ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে ২০ ওভারে মাত্র  ১৮০ রান করে ৪ উইকেটের বিনিময়ে। দিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে এসে ২০ ওভারে লক্ষ ১৮১ রান করতে সক্ষম হয়। এই খেলাটি অনুষ্ঠিত হয়ছিল ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে। রাত্রি আটটায় ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ কেনসিংটন ওভাল স্টেডিয়াম, ব্রিজটাউন, বার্বাডোসে। আগামী ২১ জুন শুক্রবার ভারতীয় সময় সকাল ছটায় অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের খেলা আছে এবং রাত্রি আটটায় ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার খেলা আছে। আগামী ২২ জুন শনিবার ভারতীয় সময় সকল ছটায় আমেরিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ এবং রাত্রির আটটায় ভারত বনাম বাংলাদেশের খেলা আছে। আগামী ২৩ জুন রবিবার ভারতীয় সময় সকাল ছটায় আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া এবং রাত্রে আটটায় আমেরিকা বনাম ইংল্যান্ডের খেলা আছে। আগামী ২৪ জুন সোমবার ভারতীয় সময় সকাল ছটায় ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা এবং রাত্রের আটটায় ভারত বনাম অস্ট্রেলিয়া খেলা আছে। আগামী ২৫জুন মঙ্গলবার আফগানিস্তান বনাম বাংলাদেশের খেলা আছে ভারতীয় সময় সকাল ছটায়।

 

 

 একটি মজার তথ্য: এবার আইসিসি টি২০ পুরুষদের বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে একটি ছিল আমেরিকা। অ্যামেরিকার যে পিচগুলিতে খেলা হয়েছে সেইগুলির মধ্যে অধিকাংশই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকে আনান হয়েছে। 

Comments :0

Login to leave a comment