টুর্নামেন্টের পুল-এ’র প্রথম স্থানে রয়েছে রয়েছে ভারতীয় টিম। প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২২-০ গোলে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে মালেশিয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হয় টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ ড্র হয়। প্রথমে ২-০ গোলে পিছিয়ে পড়েও এই ম্যাচে হারায় বাঁচায় ভারতীয় মেয়েরা।
এখনও অবধি টুর্নামেন্টে ভারতের হয়ে নজর কেড়েছেন মুমতাজ খান এবং দীপিকা সোরেং। দীপিকা প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন।
এই অবস্থায় তাইওয়ানকে নিয়ে খুব বিশেষ ভাবতে রাজি নয় ভারতীয় দল। তাঁদের চোখ সেমিফাইনালের দিকে। এর কারণ, পাঁচ দলের পুলে তাইওয়ান চতুর্থ স্থানে অবস্থান করছে। ৩ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে তাইওয়ান।
খুব বিশেষ অঘটন না ঘটলে পুল-এ থেকে ভারতের পাশাপাশি সেমিফাইনালে যেতে চলেছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে পুল-বি থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেতে চলেছে চীন এবং জাপান। পুল-এ’র প্রথম স্থানে শেষ করতে পারলে সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে পুল-বি’র দ্বিতীয় স্থানে থাকা জাপানের।
Comments :0