বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা শহরে ২০২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপ নির্বাচন হল। গ্রুপ বি’তে রয়েছে ভারত। ভারত ছাড়াও এই গ্রুপের বাকি দলগুলি হল অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়া।
এদিন ২৪টি দলকে মোট ৬টি গ্রুপে লটারির মাধ্যমে ভাগ করা হয়। গ্রুপ এ’তে রয়েছে কাতার, চীন, তাজিকিস্তান এবং লেবানন। গ্রুপ সি’তে রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহী, হংকং এবং প্যালেস্তাইন। গ্রুপ ডি’তে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, ইরাক এবং ভিয়েতনাম। গ্রুপ ই’তে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালেশিয়া, জর্ডান এবং বাহারেন। গ্রুপ এফ’এ রয়েছে সৌদি আরব, থাইল্যান্ড, কিরঘিস্তান এবং ওমান।
এই নিয়ে মোট ৫বার এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চলেছে ভারত। এর আগে ১৯৬৪, ১৯৮৪, ২০১১ এবং ২০১৯’র এশিয়া কাপে অংশ নিয়েছে ভারত। এই প্রথম টানা ২বার এশিয়ান কাপ খেলতে চলেছেন সুনীলরা। এশিয়ান কাপে ভারতের সেরা পারফর্মেন্স ১৯৬৪ সালে। সেবার রানার্স হয় টিম ইন্ডিয়া।
Comments :0