india vs england test series

বুমরাহর অনুপস্থিতিতে দলে ফিরতে পারেন কুলদীপ

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

আগামী ২জুলাই বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত। খেলাটি হবে এজবাস্টন স্টেডিয়ামে। এই ম্যাচে নেই বুমরাহ। ফলে চিন্তার ভাঁজ রয়েছে কোচ গৌতম গম্ভীরের কপালেও। বুধবার বুমরাহর জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। পেসারের বদলে একজন স্পিনারের দ্বারাই ইংরেজদের বিরুদ্ধে নামতে চাইছেন গম্ভীর। পেস বোলিংয়েও পরিবর্তন আসতে চলেছে। শার্দুল ঠাকুরের জায়গায় আসতে চলেছেন নীতিশ কুমার রেড্ডি। গত টেস্টে হারের পর অধিনায়ক শুভমন গিল খুব একটা ভরসা করতে পারছেননা শার্দুলের উপর। তাই তার জায়গায় এই বছর ২২-র অলরাউন্ডার সুযোগ পেতে পারেন। ভারতের এসিসিট্যান্ট কোচ রায়ান টেন ডোসখ্যাটে এজবাস্টনের পিচে দুইজন স্পিনার খেলানোর ইঙ্গিত দিয়েছেন। তবে ব্যাটিং লাইনে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রাহুল , যশস্বী, সাই সুদর্শন , ঋষভদের কাঁধে দায়িত্ব থাকবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি বড় রানের লক্ষ্য গড়ার । গত ম্যাচে হেরে গেলেও ঋষভ পন্থ নজর কেড়েছিলেন। দুই ইনিংসেই শতরান করে গড়েছিলেন এবং ভেঙেছিলেন একাধিক রেকর্ড। ফলে এজবাস্টনেও তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতীয় শিবির। অর্থাৎ নিজেদের সেরা বোলিং অস্ত্রকে ছাড়াই বুধবার জয়ের লক্ষ্যে নামবে ভারত।    

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ -  কে এল রাহুল , যশস্বী , সাই সুদর্শন , শুভমন গিল , ঋষভ পন্থ , করুণ নায়ার , নীতিশ কুমার রেড্ডি , রবীন্দ্র জাদেজা , কুলদীপ যাদব , মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ ।

Comments :0

Login to leave a comment