সামনেই ইন্টারকন্টিনেন্টাল কাপ। আর তাকে কেন্দ্র করেই ভারতীয় ফুটবল দল ব্যস্ত চূড়ান্ত অনুশীলনে।
ওড়িশার ভুবনেশ্বরে (Bhubaneswar), আগামী ৯ জুন থেকে শুরু হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল কাপের (Intercontinental Cup 2023) আসর। আগামী ১৮ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ভারত ছাড়াও এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে মোঙ্গোলিয়া (Mongolia), লেবানন (Lebanon) এবং ভানুয়াতু (Vanuatu)। বলা যেতে পারে, ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে প্রয়োজনীয় একটি পদক্ষেপ।
অন্যদিকে, ইন্টারকন্টিনেন্টাল কাপের পর আগামী ২১ জুন থেকে শুরু হতে চলেছে সাফ কাপের (SAFF Cup) আসর। তবে আসন্ন ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকে, চোটের জন্য ছিটকে গেছেন ভিশাল কেইথ (Vishal Kaith), মনবীর সিং (Manbir Singh), মহম্মদ ইয়াসির (Mohammed Yasir), গ্লেন মার্টিন্স (Glan Martins) এবং রোশন সিং (Roshan Singh)।
চলুন দেখে নেওয়া যাক, স্কোয়াডে কারা কারা রয়েছেন?
গোলরক্ষকঃ গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং এবং ফুরবা লাচেনপা থাম্পা
ডিফেন্ডারঃ শুভাশিস বোস, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, আকাশ মিশ্র, মেহতাব সিং এবং রাহুল ভেকে
মিডফিল্ডারঃ লিস্টন কোলাসো, আশিক কুরনিয়ান, সুরেশ সিং, রোহিত কুমার, উদান্তা সিং, অনিরুদ্ধ থাপা, নাওরেম মহেশ সিং, নিখিল পূজারি, জিকসন সিং, সাহাল আবদুল সামাদ, লালেংমাওইয়া রালতে, ছাংতে, রাওলিন বর্জেস এবং নন্দকুমার
ফরোয়ার্ডঃ সুনীল ছেত্রী, রহিম আলি এবং ঈশান পণ্ডিতা।
হেডস্যার ইগোর স্টিমাচের নেতৃত্বে চলছে কড়া অনুশীলন। ব্লু টাইগার্সদের মাঠে নামা শুধুই সময়ের অপেক্ষা।
Comments :0