MCC Murugappa Gold Cup 2025

মুরুগাপ্পা গোল্ড কাপের সেমিফাইনালে ইন্ডিয়ান নেভি দল

খেলা

২০২৫ মুরুগাপ্পা গোল্ড কাপে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করল ইন্ডিয়ান নেভি হকি দল। এমসিসি ( মাদ্রাস ক্রিকেট ক্লাব ) এই হকি প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। গত ২০২৩সালে এই নেভি দল গ্ৰুপ পর্যায়ে চারটি ম্যাচ হেরে বিদায় নিয়েছিল। তবে এই বছরটি তাদের জন্য পুনরুদ্ধারের। গ্ৰুপ পর্যায়ের সবকটি ম্যাচ জিতেই সেমিতে জায়গা কে নিয়েছে ইন্ডিয়ান নেভি। এই জয়ের পর নেভি দলের কোচ অজয় কুমার জানিয়েছেন যে , তারা আয়োজক সংস্থা এমসিসি -কে অনুরোধ করেছিলেন সুযোগ দেওয়ার জন্য। তারা যাদের সেরাটা দেওয়ারই প্রতিজ্ঞা করেছিলেন। তারা ভুবনেশ্বরে ২০দিনের একটি শিবির করেছিলেন।শুধুমাত্র মুরুগাপ্পা গোল্ড কাপই নয় এই বছর এই নেভি দল কলকাতার বেইটন কাপ , দিল্লির  নেহেরু কাপ , পাঞ্জাবের সুরজিৎ মেমোরিয়াল ট্রফি এবং বেঙ্গালুরু লিগের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অজয় কুমারের দলের লক্ষ্য আগামী সেমিফাইনালের।    

Comments :0

Login to leave a comment