অনূর্ধ্ব
চলতি বছরের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ২০২৩ অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপ। তার প্রস্তুতিতে মাঠের পাশাপাশি ক্লাসরুমেও সময় কাটাবেন ভারতীয়রা। জার্মান ফুটবল বিশেষজ্ঞদের থেকে তাঁরা শিখবেন স্পোর্টস সাইকোলজি, পুষ্টি বিজ্ঞান এবং দ্রুত চোট এবং ক্লান্তি কাটিয়ে ওঠার বৈজ্ঞানিক পদ্ধতি।
২০১৯ সালে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করে এআইএফএফ। জার্মানির প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ বা বুন্দেশলিগার সঙ্গে ২০২২ সালের সেপ্টেম্বরে মৌ চুক্তি সাক্ষরিত হয় আইএসএল’র। এই জোড়া চুক্তির ফলেই জার্মানির ফুটবল পরিকাঠামো ব্যবহারের সুযোগ পেলেন ভারতীয় ফুটবলাররা। এআইএফএফ’র সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ ভারতীয় দলকে সাহায্যের জন্য জার্মান ফুটবল প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
Comments :0