pink ladies cup

পিঙ্ক লেডিস কাপে জর্ডান বনাম ভারত

খেলা

ছবি প্রতীকী।

বুধবার পিঙ্ক লেডিস কাপে বিকেল ৫:৩০টায় ভারতের অনুর্ধ ২০ মহিলা দল নামবে জর্ডানের বিরুদ্ধে। খেলাটি হবে তুর্কির মানবাঘাটে। এই প্রতিযোগিতাটিকে জুলাইয়ের অনুর্ধ ২০ সাফ চ্যাম্পিয়নশিপ এবং আগস্টের অনুর্ধ ২০ এএফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে । আগামী ২২তারিখ হং কং এবং ২৫তারিখ রাশিয়ার বিরুদ্ধে নামবে ভারত। কোচ জোয়াকিম আলেক্সান্ডারসনের তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা থেকে প্রস্তুতি নিয়েই আগামী বড় প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চায় ভারতের মহিলা দল।  

Comments :0

Login to leave a comment