MD Salim US Deportation

নির্লজ্জ মোদী সরকারের জন্যই এমন আচরণের সাহস ট্রাম্পের, ক্ষোভ সেলিমের

জাতীয়

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেই শিকল পরিয়ে ভারতীয়দের ফেরাত পাঠাতে পারছে আমেরিকা। ভারতের নির্লজ্জ সরকার আমেরিকার এই আচরণ মুখ বুঁজে মেনে নিচ্ছে।
ভারতীয়দের আমেরিকা থেকে ফেরত পাঠানো সংক্রান্ত এক প্রশ্নে এই প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে দু’দিনের রাজ্য কমিটি বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন সেলিম। (আরও দেখুন)
এদিন পলিট ব্যুরোও বিবৃতিতে আমেরিকার এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের সমালোচনা করেছে দুর্বল মনোভাবের জন্য। সেই মনোভাব স্পষ্ট হয়েছে বৃহস্পতিবার সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতিতেও। 
ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পর আমেরিকায় জাতিবিদ্বেষ ছড়ানো হচ্ছে। বিদেশি বিতারণের জিগির তোলা হচ্ছে। এদেশেও এমন জিগির তুলতে দেখা যায় ঘৃণার রাজনীতিকে ছড়ানোর জন্য। দেখা যাচ্ছে শিকল পরিয়ে ভারতীয়দের দেশে পাঠানো হচ্ছে। দাসপ্রথার যুগে যেন ফিরিয়ে নেওয়া হচ্ছে। দাসদের শিকল পরিয়ে নৌকা বাইতে বাধ্য করা হতো। এটা সম্ভব হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলে। একটি সরকার মুখ বুঁজে এমন আচরণ মেনে নেবে ভাবা যায় না। 
সেলিম বলেন, কলম্বিয়ায় এভাবেই তাদের দেশর মানুষকে ফেরত পাঠাতে গিয়েছিল আমেরিকা। সেদেশর সরকার তার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা বলেছে, সামরিক বিমানে অপরাধীর মতো বন্দি করে ফেরত পাঠানো হবে কেন। আমরা ফিরিয়ে নেব। কিন্তু মর্যাদা দিয়ে অসামরিক বিমানে ফেরানো হোক। মার্কিন সামরিক বিমান তারা নামতে দেয়নি। 
সেলিম বলেন যে যারা মোদী মোদী করছে তারাই ‘আব কি বার, ট্রাম্প সরকার’ বলছিল। তাদের জবাব দিতে হবে। সেলিমের মন্তব্য, মাথা ঝোঁকাতে বললে মোদী সরকার তো সাষ্টাঙ্গে প্রণাম করছে। কিল হজম করে নিচ্ছে। নির্লজ্জ সরকার। স্বাধীন বিদেশনীতি বিসর্জন দিয়ে চলছে এই সরকার।

Comments :0

Login to leave a comment