ISL

আইএসএলে মুখোমুখি পাঞ্জাব ও চেন্নাই

খেলা

বৃহস্পতিবার আইএসএলে পাঞ্জাব এফসির মুখোমুখি হতে চলছে চেন্নাইয়ান এফসি। নিউ দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে সন্ধ্যা ৭ : ৩০ টা থেকে শুরু হবে খেলা। 

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে পাঞ্জাব এফসি। গ্রিক কোচ প্যানাজিওটিক্স এর অধীনে ভালোই পারফর্ম করছে এই দলটি। আর্জেন্টাইন ভিদাল রয়েছেন দলে। এছাড়াও দলে ফিরতে পারেন লুকা মাজেন। 

অন্যদিকে চেন্নাই রয়েছে ষষ্ঠ স্থানে। দলে ড্যানিয়েল চিমা, কিয়ান নাসিরিরা রয়েছেন। চেন্নাই জিতলে পাঞ্জাবকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে আসবে তারা।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন