কাবাডির প্রচারের বিষয়ে সাধারণত কোনও সরকারি উদ্যোগ চোখে দেখা যায় না। এই অবস্থায় এই খেলাকে তুলে ধরার উদ্যোগ নিল জলপাইগুড়ি জেলার একটি ক্লাব।
জলপাইগুড়ি রায়কত পাড়া ইয়াং অ্যাসোসিয়েশন ক্লাবের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হলো দুদিনের পুরুষ ও মহিলা বিভাগের নকআউট কবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার বিকেল থেকে শুরু হয়ে বুধবার রাত পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ক্লাবের তরফে জানানো হয়েছে, আগে দিবারাত্রি কবাডি প্রতিযোগিতার ভাবনা থাকলেও তীব্র গরমের কারণে এখন শুধুমাত্র রাতেই প্রতিযোগিতার খেলা গুলি অনুষ্ঠিত হবে। জাতীয় পদক জয়ী তিনজন খেলোয়াড় সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে অংশ নিচ্ছেন বলে খবর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দত্ত, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, কাউন্সিলর অম্লান মুন্সি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Comments :0