Jana swastha

শহরের প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরন

কলকাতা

গরীব প্রান্তিক অংশের মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করল জনস্বাস্থ্য কমিটি। ৮১ নম্বর ওয়ার্ড জনস্বাস্থ্য কমিটির উদ্যোগে চেতলা রোডে এই শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হয়েছিল। ৩০০ জনকে কম্বল ও ১০০ জনকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করা হয়েছে। উদ‍্যোগকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন গোপাল দাসদেবু গায়েনতোতন বিশ্বাসদীপেন আচার্যবিপ্লব পাত্র সহ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment