জাপানের প্রথম সারির ফুটবল ক্লাব ভিসেল কোবে’র প্রাক্তন ম্যানেজার জুয়ান পেড্রো বেনালি’কে কোচের দায়িত্ব দিল নর্থ ইস্ট ইউনাইটেড। তিন দশকের কোচিং কেরিয়ারে তিনি এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বহু নামজাদা ক্লাবকে কোচিং করিয়েছেন।২০২১ সালে তাঁর কোচিংয়ে আফ্রিকান সুপার কাপের ফাইনালে পৌঁছয় আরএস বেরকানে।
কোচ নিযুক্ত হওয়ার পরে বেনালি জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। বেনালি জানান, বর্তমানে আইএসএলে খেলা হুগো বৌমোস, নোয়া সাদুই, মুর্তাদা ফল, জায়েদ ক্রৌচের মতো খেলোয়াড়দের নিয়ে, কিংবা তাঁদের বিপরীতে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। একই ভাবে সের্জিও লোবেরা, স্টুয়ার্ট ব্যাক্সটার, মিগুয়েল অ্যাঙ্গেল পর্তুগালের মতো কোচেদের পাশেও কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান তিনি।
Comments :0