Junior Doctor protest

প্রমাণে লোপাটে দায় কার, জবাব চাইতে লালবাজার

রাজ্য কলকাতা

জুনিয়ার ডাক্তারদের লালবাজার অভিযান। ছবি প্রীতম ঘোষ।

হাতে লাল গোলাপ নিয়ে লালবাজারের দিকে এগিয়ে চলেছেন আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা। কলেজ স্ট্রিট থেকে লালবাজারের উদ্দেশ্যে মিছিল শুরু করেছেন চিকিৎসকরা। পাঁচ দফা দাবিকে সমানে রেখে তাদের এই মিছিল। এক, বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। গোটা ঘটনার প্রশাসনিক ব্যার্থতার দায় নিতে হবে তাকে। দুই, সন্দীপ ঘোষকে অপসারন করতে হবে। তিন, সিবিআইকে দ্রুত তদন্ত করতে হবে। দোষীদের সামনে আনতে হবে। চার, মেডিকেল কলেজ গুলোয় ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। পাঁচ, হাসপাতাল, মেডিকেল কলেজে চিকিৎসক চিকিৎসা কর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।


একজন আন্দোলনকারি বলেন, ‘‘কেন সন্দীপ ঘোষকে আড়াল করা হচ্ছে তা জানা নেই। কোন দুষ্ট চক্র তাকে আড়াল করছে?’’


বিচার প্রক্রিয়া সম্পর্কে ওই আন্দোলনকারি বলেন, ’’এক রাতে নোট বন্দী হতে পারে তাহলে কেন দ্রুত তদন্ত হবে না। আমরা মনে করি সিবিআই এবং আদালত চাইলে এই বিষয় দ্রুত তদন্ত হওয়া সম্ভব।’’
সোমবার জুনিয়ার চিকিৎসকরা সাংবাদিকদের জানান, ‘আমাদের মিছিল শান্তি পূর্ণ ভাবেই হবে। বিবি গাঙ্গুলি স্ট্রীট অবধি আমাদের মিছিল যাবে। তারপর আমাদের ২০ জনের প্রতিনিধি দল লালবাজার যাবে।’ মিছিল থেকে তাঁরা 'আমার দিদির ন্যায়বিচার ছিনিয়ে নিতে লালবাজার' এই স্লোগান দেয় ।  
কলকাতা পুলিশের পক্ষ থেকে ফিয়ার্স লেনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ব্যারিকেড করা হয়েছে। রয়েছে টিয়ার গ্যাস। ৯ ফুট উচ্চতার ব্যারিকেড করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে। সূত্রের খবর বেন্টিঙ্ক স্ট্রিট-বিবি গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থল অব্দি যেতে দেওয়ার দাবি জুনিয়র ডাক্তারদের। তারপর ২০ জনের প্রতিনিধিদল যাবে লালবাজারে। বাকিরা ওখানেই অপেক্ষা করবেন।

Comments :0

Login to leave a comment