আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে ফের রাত দখল কর্মসূচি৷ জুনিয়র চিকিৎসকদের আবেদনে সাড়া দিয়ে পথে নামল শিলিগুড়ির মানুষ৷ গণঅবস্থান শুরুতে গণসংগীত পরিবেশন হয়। জানা গেছে সারা রাত একাধিক মানুষ বক্তব্য রাখবেন গণঅবস্থানে।
এদিন লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে রাত নটা থেকে ১০ টা মানববন্ধন পালন করা হয়। এসএফআই, ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি দার্জিলিং জেলা কমিটির ডাকে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর প্রর্যন্ত শিলিগুড়ি হাসমি চকে অবস্থান হয়। গণঅবস্থান শুরুর আগে আইএমএর ডাকে রাস্তার লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে মানববন্ধন পালন করা হয়। এই মানববন্ধনে শিলিগুড়ির সাধারণ মানুষ অংশ নেয়। হাসমি চক থেকে মাল্লাগুড়ি মোড় পর্যন্ত রাস্তার দুপাশে শিশু, কিশোর, মহিলা সহ সব বয়সের মানুষেই হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানান। প্রদীপের আলোয় 'অন্ধকার' কাটিয়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাইতে রাস্তায় নামল পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ। শুধু আরজি করের ঘটনা নয় এদিন রাজ্যজুড়ে হয়ে চলা ধর্ষণ ও নারীদের উপর অত্যচারের ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে মানুষের ঢল নেমেছে শিলিগুড়িতে।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিচার চেয়ে প্রতিবাদ চলছে। বিচার চাইছ আসানসোল, পুরুলিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, সিউড়ি, রায়গঞ্জ, জলপাইগুড়ি, পুরুলিয়া, হাওড়া, বর্ধমান, কলকাতা সহ রাজ্যের সর্বস্তরের মানুষ।
এদিন শিলিগুড়ির হাসমি চকে রাত ব্যাপি অবস্থানে শুরু হয় গণস্বাক্ষর। স্বাক্ষর করেন অশোক ভট্টাচার্য, সমন পাঠক, নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী, অঙ্কিত দে, বীনা নন্দী,রত্না চৌবে,মনি থাপা,স্নিগ্ধা হাজরা সহ প্রচুর সাধারণ মানুষ স্বাক্ষর করেন।
ঘর, মহল্লা আঁধার করে বিচারের দাবিকে মশাল করে তুললেন পশ্চিমবঙ্গের মানুষ। মীনাখাঁ থেকে ধূপগুড়ি বুধবার ফের রাত দখল হলো। রাজ্যের কয়েক কোটি মানুষ সোচ্চার হলেন স্লোগানে, ‘বিচার যত পিছবে লড়াই তত চলবে।’
Comments :0