Spy arrest

পাকিস্তানের চরবৃত্তির দায়ে ধৃত এক

কলকাতা

পাকিস্তানের চরবৃত্তির দায়ে শুক্রবার রাতে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃত ব্যাক্তি বিহারের বাসিন্দা। হাওড়ার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তার করার পাশাপাশি বহু নথিও বাজেয়াপ্ত করা হয়েছে। 
লালবাজারের এক অধিকারিক সংবাদমাধ্যমে জানিয়েছেন ওই ব্যাক্তির ফোন থেকে বেশ কয়েকটি ভিডিও এবং ছবি পাওয়া গিয়েছে যা দেশের নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে। 
ধৃত ব্যাক্তি কলকাতার একটি কুরিয়ার সার্ভিস কোম্পানিতে কাজ করতেন। প্রথমে তিনি দিল্লিতে কাজ করতেন তারপর সেখান থেকে কলকাতায় আসেন। ধৃতকে আজ আদালতে তোলা হবে বলে লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment