গত বুধবার ট্যাংরার অতুল সুর রোডের বাড়ি থেকে তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ওই দিন সকালেই অভিষিক্তার সামনে অ্যাকসিডেন্ট করেন প্রণয় এবং প্রসূন সাথে ছিল প্রতীপ। দুই ভাইয়ের কাছ থেকে পাওয়া ঠিকানা ধরে পুলিশ গিয়ে পৌঁছায় ২১/১ অতুল সুর রোডের বাড়িতে চার তলা বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি দেহ। একই পরিবারের তিন জনের মৃত্যু এবং তিনজনের আত্মহত্যা করার চেষ্টা রহস্য তৈরি করে। ময়নাতদন্ত করে দেখা যায় যে আত্মহত্যা হয় খুন করা হয়েছে দে পরিবারের দুই গৃহবধু এবং এক সন্তানকে।
প্রাথমিক ভাবে পুলিশকে প্রণয় জানিয়ে ছিলেন যে তারা পরিবারের সবাই আত্মহত্যা করার চেষ্টা করেন পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে যে কে বা কারা খুন করলো, তাহলে কি পরিবারের তিনজনকে খুন করার পর আত্মহত্যার চেষ্টা করে দুই ভাই?
Comments :0