কটুক্তির হাত থেকে বাঁচতে দ্রুত বেগে গাড়ি চালাতে শুরু করেন ওই তরুণী। পানাগড়ের কাছে গাড়িটি ভুল রাস্তায় ঢুকে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে গিয়ে ঘটে দুর্ঘটনাটি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সুতন্দ্রা ছাড়া গাড়িতে আরও চারজন ছিলেন। তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যাচ্ছে পানাগড় বাজারের কাছে ওই যুবকরা গাড়িটি আটকানোর চেষ্টা করে। সেই সময় একজনকে ধাক্কা মারে ওই গাড়ি। তারপর তা রাস্তার ধারে দুটি দোকানে ধাক্কা মারে, শৌচালয়ের কাছে একটি লোহার কাঠামোয় ধাক্কা মেরে গাড়িটি পুরো উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যেই গাড়ি থেকে কটুক্তি করা হচ্ছিল তা আটক করে। কিন্তু অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা যায়নি। তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
এই ঘটনা ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। রাতে রাজ্যে মহিলারা যে নিরাপদ নয় তা ফের প্রমান করছে। প্রশ্ন উঠছে, রাতের বেলায় কোথায় ছিল পুলিশের টহলদারি।
Comments :0