তৃণমূলকে ভোট না দিলে মিলবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা! এই ভীতি প্রদর্শনের বার্তা দিতে শুরু করলো তৃণমূলের মন্ত্রী থেকে দলের ব্লক সভাপতিরা! উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ’র ঢঙেই তাঁর অনুগামী দিনহাটা-২ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য শনিবার দিনহাটার শুকারুরকুঠিতে ২১ জুলাইয়ের জন্য প্রস্তুতি সভায় দলীয় কর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখতে গিয়ে ফের আরেক বার মন্ত্রী উদয়ন গুহ’র ঢঙেই বললেন, ‘‘এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়ার পরেও, যারা তৃণমূলকে ভোট না দিয়ে বিরোধীদের ভোট দিয়েছে তাদের মধ্যে কিছু জনের নাম লক্ষ্মীর ভান্ডার থেকে কেটে দেওয়ার দরকার আছে। কারণ লক্ষ্মীর ভান্ডারের টাকা তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের টাকা। এটা নরেন্দ্র মোদীর টাকা নয়। তৃণমূল সরকারের টাকা।’’ "ব্লক সভাপতি যখন এই বক্তব্য রাখছেন তখন সভাকক্ষে বসে থাকা দলীয় কর্মীদের হাততালিও দিতে দেখা যায়।
উল্লেখ্য লোকসভার ভোটের এক সপ্তাহের মধ্যে মাথাভাঙা নজরুল সদনে বিজয়ী সাংসদকে তৃণমূল দল সম্বর্ধনা দেয়। সেই সভায় উত্তরবঙ্গ উন্নয়নন্ত্রী উদয়ন গুহ প্রথম বলেন যারা তৃণমূলকে ভোট দেয় নি তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলেই বুঝবে মজা। যারা ভোট দেয় নি তাদের বোঝার প্রয়োজন আছে। ওই সভায় মন্ত্রী আরো বলেন, কলকাতায় আমরা মন্ত্রীসভার বৈঠক করেছি, সেখানে আমরা আলোচনা করেছি, মুখ্যমন্ত্রীকে লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে বিধায়কদের নজরদারি করার একটা পদ্ধতি রাখা হোক। শুধু তাই নয় সেদিনের সভায় মন্ত্রী এক কদম এগিয়ে বলেন, পৌর এলাকাগুলিতে আমরা ভোটে পিছিয়ে।
শনিবার দিনহাটা-২ ব্লকের তৃণমূল সভাপতির লক্ষ্মীর ভান্ডার থেকে নাম কাটার নিদান নিয়ে মনে করা হচ্ছে এটাই কোচবিহার জেলায় তৃণমূলের অঘোষিত এজেন্ডা। ওই ব্লক সভাপতি মন্ত্রীর অনুগামী স্বভাবতই তার মুখে মন্ত্রীর কথাই প্রতিধ্বনিত হয়েছে।
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সাংবাদিকদের বলেন, ‘‘তৃণমূলের নেতা মন্ত্রীরা ভুলে গেছে সরকারের কোন টাকা হয় না। এর সবটাই জনগনের দেওয়া ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকায় সরকার জনকল্যানমূলক কাজ করে। মন্ত্রী উদয়ন গুহ ও সাধারণ মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছিলেন, এখন তার দলের নেতারাও একই সুরে লক্ষ্মীর ভান্ডারের থেকে বিরোধী মহিলা ভোটারদের নাম কাটতে চাইছে। এদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।
Dinhata TMC Leaders
ভোট পড়েনি তৃণমূলের বাক্সে! লক্ষীর ভান্ডার বন্ধের হুমকি দিনহাটায়
×
Comments :0