কয়লা খনির ধসের জেরে ভেঙে পড়ল ইংরেজি মিডিয়ামের নার্সারি স্কুল। মঙ্গলবার রাত্রে প্রায় সাড়ে সাতটা নাগাদ অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় বিকট শব্দে একটি বেসরকারি স্কুলের নিচের অংশ হঠাৎ এই ধসের কবলে পড়ে। সে সময়ে স্কুল চলছিল না। ফলে পড়ুয়া এবং শিক্ষকদের ক্ষতি হয়নি। কিন্তু স্কুলের সময় ধস নামলে কী হত, তা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।
এই স্কুলে দেড়শো জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এই ধসের ঘটনায় স্কুল বিল্ডিংটি প্রায় মাটির নিচে চলে গেছে। স্কুল সংলগ্ন একটি বাড়ি মাটির গভীরে চলে গেছে। আশেপাশের অংশেও যে কোন মুহূর্তে প্রভাব পড়তে পারে বলেই ভয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।
বাসিন্দারা জানান, ধস কবলিত এলাকাগুলি চিহ্নিত করুক ইসিএল। এদিনের খনি ধসের খবর পাওয়া মাত্রই সিআইটিইউ'র কয়লা খনির শ্রমিক সংগঠনের নেতা এবং কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। অন্ডাল থানার পুলিশ ইসিএল কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে ওই এলাকাটিকে বিপজ্জনক চিহ্নিত করেছে। সমস্ত এলাকা ঘিরে ফেলেছে।
স্থানীরা বলছেন, ইসিএল কর্তৃপক্ষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনি থেকে কয়লা তোলায় এই ঘটনা। খনির ভূগর্ভস্থ অংশে কয়লা কেটে নেওয়ার পর সেই অংশটিকে বালি দিয়ে ভরাট করে দেওয়ার নিয়ম রয়েছে তা মানা হচ্ছে না। যার পরিণাম এই ঘটনা।
কয়লাখনি ধস কবলিত এলাকার পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে ভারতের কোলিয়ারি মজদুর সভা (সিআইটিইউ) ধারাবাহিক লড়াই করছে। কেন্দ্র ও রাজ্য সরকারের উদাসীনতার কারণে পুনর্বাসনের কাজ থমকে আছে।
ANDAL SCHOOL LANDSLIDE
অন্ডালে কয়লা খনিতে ধসের জেরে ভেঙে পড়ল স্কুল

×
মন্তব্যসমূহ :0