সঞ্জিত দে: ধূপগুড়ি
বর্ষা দোরগোড়ায়। প্রতি বছর ভুটান পাহাড়ের বৃষ্টির নেমে আসা জল এবং সমতলের বর্ষার জল ডুয়ার্সের নদী নালা ভরিয়ে দু’কুল ছাপিয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি করে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায়।
এর মধ্যেই দক্ষিণ সিকিমের ইয়াঙগাঙে বৃষ্টি এবং ধসের জেরে তিনজনের প্রাণহানি হয়েছে। মাজুয়া গ্রামে এই ঘটনায় আহত আরও একজন। চাপা পড়েছে সাতটি ঘর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণ চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।
এই অবস্থায় সোমবার ধুপগুড়ির মহকুমা শাসক পুস্পা দোলমা লেপচার নেতৃত্বে সেচ দপ্তরের এসডিও, বানারহাট ওসি সহ আধিকারিকরা ভুটান সীমান্তের চামুর্চি বাজার লাগোয়া রেতি সুকৃতি নদীর কাছে যান। এখানেই ভুটানের সরকারি আধিকারিক দের সাথে আলোচনা করেন।
Comments :0