BY ELECTION BENGAL

রাজ্যেও উপনির্বাচন, মনোনয়ন জমার শেষ দিন ২৫ অক্টোবর

রাজ্য

রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন ১৩ নভেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৫ অক্টোবর। নাম প্রত্যাহারের শেষ দিন ৩০ অক্টোবর। গেজেট বিজ্ঞপ্তি হবে ১৮ অক্টোবর। 
মঙ্গলবার মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে দেশের ১৫ রাজ্যের ৪৮টি বিধানসভা এবং দু’টি লোকসভা আসনে উপনির্বাচনের ঘোষণা করেছে। 
রাজ্যের যে ৬টি কেন্দ্র শূন্য হয়েছে তার মধ্যে মাদারিহাটের বিধায়ক ছিলেন বিজেপি’র মনোজ টিগ্গা। তিনি সাংসদ হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন। বাকি ৫ কেন্দ্রে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 
নলহাটি কেন্দ্রে পার্থ ভৌমিক, হাড়োয়ায় শেখ নুরুল ইসলাম, সিতাইয়ে জগদীশচন্দ্র বসুনিয়া, মেদিনীপুরে জুন মালিয়া এবং তালডাংরায় অরূপ চক্রবর্তী সাংসদ হওয়ায় বিধায়ক পদ ছাড়েন। হাড়োয়ার সাংসদ নুরুল ইসলাম সম্প্রতি মারাও গিয়েছেন। তবে এই লোকসভা আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। 
কেরালার ওয়েনাড় কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধী পদত্যাগ করে রায়বেরিলির সাংসদ রয়েছেন। এই লোকসভা আসনে উপনির্বাচন হবে।

Comments :0

Login to leave a comment