CPI(M)

উত্তরবঙ্গেও লড়াই দিল বামেরা

রাজ্য জেলা

CPIM BJP RSS TMC WEST BENGAL POLITICS BENGALI NEWS 2023 PANCHAYAT ELECTION তেশিমলা পঞ্চায়েতে জয়ের পরে বাম কর্মী সমর্থকদের উল্লাশ

রাজ্য বিজেপির তরফে বারবার বলা হয়ে থাকে উত্তরবঙ্গ নাকি তাঁদের ঘাঁটি। কিন্তু এই তত্ত্বের সঙ্গে যে বাস্তবের কোনও মিল নেই, তা প্রমাণ হল পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতে বিজেপি শূন্য হয়ে গিয়েছে। ১৩ আসনের পঞ্চায়েতে সিপিআই(এম) ৫টি আসনে এবং  তৃণমূল জিতেছে ৮টি আসনে এবং নির্দলরা জয়ী হয়েছে ১টি আসনে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই পঞ্চায়েতে। 

এর পাশাপাশি জলপাইগুড়ি সদর ব্লকের গরালবাড়ি গ্রাম পঞ্চায়েতে ১১ আসনে তৃণমূল এবং ৭ আসনে সিপিআই(এম) প্রার্থীরা জয়ী হয়েছে। এই পঞ্চায়েতে বিজেপি জিতেছে ১টি মাত্র আসনে। এই ব্লকেরই মণ্ডলঘাট পঞ্চায়েতে ৫টি করে আসন জিতেছে সিপিআই(এম) এবং তৃণমূল। বিজেপি জিতেছে ৩টি আসনে। 

Comments :0

Login to leave a comment