BLOOD DONATION CAMP

কলকাতায় রক্তদান শিবির

কলকাতা

BLOOD DONATION CAMP LEFTISTS BENGALI NEWS

গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট মেটাতে উদ্যোগী হলেন বামপন্থীরা। রবিবার প্রয়াত জননেতা প্রশান্ত শূর ও চিকিৎসক পূর্ণেন্দু ঝাঁ’র জন্ম শতবর্ষ স্মরণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগে ৯৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুরে এই শিবির আয়োজিত হয়। 

এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন ৩৩ জন। রক্ত সংগ্রহ করে এমআর বাঙ্গুর হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। 

রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সুজন চক্রবর্তী, চিকিৎসক ফুয়াদ হালিম, পৌর প্রতিনিধি মধুছন্দা দেব, শিবেন্দু ঘোষ, কলতান দাশগুপ্ত, গৌতম গাঙ্গুলী, বিশিষ্ট চিকিৎসক সলিল চৌধুরী, চিকিৎসক প্রদ্যুৎ শূর, চিকিৎসক  উৎপল ব্যানার্জি প্রমুখ। 

 

Comments :0

Login to leave a comment