শুক্রবার সকালে আলিপুরদুয়ার জেলার মথুরা চা বাগান থেকে প্রায় ১২ বছরের একটি পুরুষ প্রাপ্তবয়স্ক চিতাবাঘ খাঁচা বন্দি হয়। মথুরা চা বাগানে প্রায় প্রতিনিয়ত চিতাবাঘের দেখা মিলছিল বলে শ্রমিকদের অভিযোগ ছিল। এর ফলে খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। এলাকা থেকে ছাগল উধাও হচ্ছিলো একের পর এক।
স্থানীয় বাসিন্দা মিনা ওরাও জানান, বেশ কিছু দিন থেকে আমরা আতঙ্কে ছিলাম। বাগানে কাজ করতে ভয় লাগতো, গ্রামবাসীরা আতঙ্কে থাকতো, জেনেও মোকাবিলা করার সাহস দু:সাহস দেখায়নি কেউ। অবশেষে শরণাপন্ন হতে হয় বন দপ্তরের। খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জের বন আধিকারিকরা চা-বাগানে আসেন৷ সেখানে বনকর্মীদের মোতায়েন করা হয় এবং ছাগলের টোপ দিয়ে একটি খাঁচাও পাতা হয় চিতাবাঘ ধরতে৷ অবশেষে এদিন চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। বন দপ্তরের জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান জানান, চিতাবাঘটিকে পরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর সুস্থ অবস্থায় চিলাপাতার গভীর জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
Leopard
ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্দি চিতাবাঘ
×
Comments :0