বুধবার প্রকাশ্য দিবালোকেই মালদহের সমবায় ব্যাঙ্ক ডাকাতি। আট থেকে দশ জনের ডাকাত দলকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যাঙ্কের হিসাবরক্ষক যোগেশ্বর মণ্ডল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাজোল থানার পুলিশ।
জানা গেছে এদিন দুপুরে আট দশ জনের একটি ডাকাত দল আগ্নেআস্ত্র নিয়ে গাজোলের কেষ্টপুর সমবায় সমিতির ব্যাঙ্কে ডাকাতি করতে ঢোকে। ডাকাতিতে বাধা দিতেই গুলি চালায় ডাকাতের দল। গুলিবিদ্ধ হন সমবায় ব্যাঙ্কের কর্মী। তাঁর পেটে গুলি লাগলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে প্রথমে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গেছে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে ডাকাতের দল বোমা চাতাতে চালাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Bank Dacoity
মালদহের সমবায় ব্যাঙ্কে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাঙ্ক কর্মী
×
Comments :0