MARCUS RASHFORD

র‌্যাশফোর্ডে ভরসা রেখে ঘুরে দাঁড়াতে মরিয়া রেড ডেভিলস্‌রা

খেলা

EPL FOOTBALL MANCHESTER CITY TOTTENHAM MANCHESTER UNITED ARSENAL BENGALI NEWS

গত ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে ৭-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারফলে লিগের লড়াইয়ে বেশ কিছুটা বেকায়দায় এরিক টেন হ্যাগের ছেলেরা। কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া রেড ডেভিলস্‌রা। খেতাবের লড়াইয়ে ফেরার জন্য রবিবারের সাউথ হ্যাম্পটন ম্যাচকে পাখির চোখ করছে ম্যানচেস্টার ইউনাইটেড। 

রবিবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ভরসা যোগাচ্ছে দলের ফরোয়ার্ড মার্কাস র‌্যাশফোর্ডের সাম্প্রতিক ফর্ম। র‌্যাশফোর্ড গত ৭টি হোম ম্যাচেই গোল করেছেন। এর আগে ওয়েন রুনি(৮) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(১০)’র নামের পাশে এই রেকর্ড ছিল। রবিবারের ম্যাচে তাঁর কাছে সুযোগ থাকছে রুনিকে ছাপিয়ে এগিয়ে যাওয়ার। 

প্রসঙ্গত চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল-এ ২৫ ম্যাচে ১৪টি গোল করেছেন র‌্যাশফোর্ড। 

এই মুহূর্তে ২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে ম্যান ইউ। তাঁদের সামনে রয়েছে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি। অপরদিকে ২৫ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বনিম্ন স্থানে রয়েছে সাউথ হ্যাম্পটন। অবনমন বাঁচানোর লড়াই লড়ছে তাঁরা। 

Comments :0

Login to leave a comment