UCRC Texmaco

টেক্সম্যাকোয় বাস্তুহারা পরিষদের ৭৫ বর্ষ পালনে জনসভা

জেলা

সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ৭৫ বছর পূর্তিতে টেক্সম্যাকো দেশপ্রিয় নগরে সভা।

সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদের ৭৫ বছর পূর্তিতে টেক্সম্যাকো দেশপ্রিয় নগর আঞ্চলিক কমিটি জনসভা সংগঠিত করল।
রবিবার এই জনসভা হয়েছে দেশপ্রিয় নগর বাজার প্রাঙ্গণে। 
দেশভাগের পর উদ্বাস্তু জনতার আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল।  সম্মিলিত বাস্তুহারা পরিষদের প্রতিষ্ঠা হয়েছিল ১৯৫০ সালে। উদ্বাস্তু মানুষের অধিকারের সেই দীর্ঘ এবং কঠিন লড়াইকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরতে চাইছে সংগঠন। পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়ে ১৯৮৬ সালে, প্রথম, বরানগর নেতাজি কলোনির উদ্বাস্তু পরিবারগুলির হাতে জমির দলিল তুলে দিয়েছিলেন সেই সময়ে মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তারপর থেকে বিভিন্ন উদ্বাস্ত কলোনিতে নিঃশর্ত দলিল তুলে দেওয়া হয়। এই ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা চলছে। 
এদিন টেক্সম্যাকোর সভায় কামারহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তমাল দে অংশ নেন। ইউসিআরসি’র রাজ্য কমিটির সম্পাদক মধু দত্ত, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক চারণ চক্রবর্তী প্রমুখ। 
রবিবারের সভা ঘিরে এই দেশপ্রিয় নগর উদ্বাস্তু অঞ্চলে বাসিন্দাদের সাড়া ছিল চোখে পড়ার মতো। শহীদ বেদীতে মাল্যদান করে শুরু হয় অনুষ্ঠান। এক মিনিট নীরবতা পালন করা হয়। 

Comments :0

Login to leave a comment