Md Salim interview

তৃণমূল-বিজেপি দুই শক্তিরই প্রকৃত বিরোধী সিপিআই(এম), সাক্ষাৎকারে মহম্মদ সেলিম

রাজ্য

তৃণমূল এবং বিজেপি, দুই শক্তির বিরুদ্ধেই লড়াই চালাবে সিপিআই(এম)। সংবাদসংস্থা পিটিআই’কে এই অবস্থান ফের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, ‘‘আমরা সাজানো বিরোধী নই। আমরা দুই শক্তিরই বিরুদ্ধে চালাচ্ছি।’’ সেই সঙ্গে সেলিম বলেছেন, দেশের সামনে আরএসএস-ই সবচেয়ে বড় বিপদ। 

পিটিআই’কে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমরা আরএসএস-কে দেশের সবচেয়ে বড় বিপদ চিহ্নিত করেছি। কারণ, আমাদের দেশ দাঁড়িয়ে রয়েছে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র, এই দুই ভিতের ওপর। আরএসএস এই ধারণারই বিরোধী। ঘৃণার পরিবেশ ছড়াচ্ছে আরএসএস। পুরানের সঙ্গে মিশিয়ে দিচ্ছে বিজ্ঞানের ভ্রান্ত ব্যাখ্যা মিশিয়ে বিপজ্জনক প্রচার চালাচ্ছে। 

তৃণমূল প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘এই দল মুখ্যত বামপন্থীদের আক্রমণের জন্য তৈরি মঞ্চ। এর আদর্শগত ভিত্তি বিশেষ নেই। আরএসএস, মুসলিম লিগ থেকে ব্যর্থ নকশালপন্থীদের একাংশকে এই দলের মধ্যে একত্রিত।’’ তিনি বলেছেন, ‘‘লক্ষ্য করার মতো যে মুসলিম লিগ এবং বিজেপি’র সংখ্যালঘু সেল তৃণমূলের সঙ্গে মিশে গিয়েছে।’’

পশ্চিমবঙ্গ প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেন, ‘‘বাংলার অস্তিত্বের প্রশ্ন নির্ভর করে রয়েছে তার সমৃদ্ধ সংস্কৃতি, মুক্তচিন্তা এবং শিক্ষার প্রসারের ওপর। সিপিআই(এম)’র বিকাশ এই প্রশ্নগুলির সঙ্গেই অঙ্গাঙ্গীভাবে যুক্ত।’’ 

পার্টি সংগঠন প্রসঙ্গে এক প্রশ্নে তিনি বলেছেন, ‘‘আদর্শে বলীয়ান একঝাঁক নতুন মুখ, যাঁরা মানুষের মধ্যে পার্টিকে প্রতিষ্ঠিত করতে পারে, তাঁদের এগিয়ে আনা প্রয়োজন। আমরা সেই কাজই করছি। তাঁরাই পার্টিকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের কাজ নবীন অংশকে লালন করা।’’

Comments :0

Login to leave a comment