West Bengal State Committee

রাজ্য সম্পাদক পুনঃনির্বাচিত হলেন সেলিম

রাজ্য

সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত হলেন মহম্মদ সেলিম। সিপিআই(এম)’র পশ্চিমবঙ্গ রাজ্য ২৭তম সম্মেলন থেকে ৮০ জনের নতুন রাজ্য কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। সর্বসম্মতিক্রমে সম্পাদক হয়েছেন মহম্মদ সেলিম। মঙ্গলবার রাজ্যে কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন সূর্য মিশ্র। ৮০ জনের কমিটিতে ১১ জন নতুন। মহিলা ১৪ জন। বিমান বসু, সূর্য মিশ্র, অমিয় পাত্র, রবীন দেব, জীবেশ সরকার এই পাঁচ প্রবীন নেতা বিশেষ আমন্ত্রিত সদস্য। 
এদিন সম্মেলন মঞ্চ থেকে সব সর্বসম্মতিক্রমে পার্টি কংগ্রেসে ১৬০ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। বয়স, মহিলা, সামাজিক বিন্যাস, এলাকাগত বিন্যাস ইত্যাদি বিবেচনায় রেখে নতুন রাজ্য কমিটি গঠিত হয়েছে। এবারের রাজ্য কমিটিতে নতুন সদস্যের সংখ্যা ১১ জন।
নতুন রাজ্য কমিটির সদস্যরা হলেন: মহম্মদ সেলিম, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, আভাস রায় চৌধুরি, সুমিত দে, শমীক লাহিড়ী, দেবলীনা হেমব্রম, অনাদি সাহু, কল্লোল মজুমদার, পলাশ দাশ, দেবব্রত ঘোষ, জিয়াউল আলম, দেবাশিস চক্রবর্তী, রমা বিশ্বাস, অম্বর মিত্র, সায়নদীপ মিত্র, পুলিন বিহারী বাস্কে, তাপস সিনহা, অতনু সাহা, সলিল আচার্য, নিরঞ্জন সিহি, অজিত পতি, সমন পাঠক, সোমনাথ ভট্টাচার্য, মৃণাল চক্রবর্তী, রুপা বাগচী, গৌরাঙ্গ চ্যাটার্জি, দিলীপ ঘোষ, গার্গী চ্যাটার্জি, মেঘলাল শেখ,  রাহুল ঘোষ, অনন্ত রায়, আনোয়ার উল হক, নন্দলাল হাজরা, জামিল ফিরদৌস, তুষার ঘোষ, জামির মোল্লা, হিমাংশু দাস, অভয় মুখার্জি, প্রদীপ কুমার রায়, বিলাসীবালা সহিস, কণীনিকা ঘোষ, মধুজা সেনরায়, গৌতম ঘোষ, শ্যামলী প্রধান, সৈয়দ হোসেন, অলকেশ দাশ, পরেশ পাল, সর্বাণী প্রসাদ সাঁতরা, ময়ূখ বিশ্বাস, মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, প্রতীক উর রহমান, কিশোর দাস, তরুণ ব্যানার্জি, মনোদীপ ঘোষ, পার্থ মুখার্জি, প্রদীপ কুমার সরকার, শেখ ইব্রাহিম আলি, আত্রেয়ী গুহ, ধ্রুবজ্যোতি সাহা, গীতা হাঁসদা, সুদীপ সেনগুপ্ত, নিরাপদ সর্দার, শেখ হাসিনা, উত্তম পাল, শতরূপ ঘোষ, ফৈয়াদ আহমেদ খান, সোমনাথ সিংহারায়, জাহানারা খান, ইন্দ্রজিৎ ঘোষ, রতন বাগচি, বিজয় পাল, পীযুষ মিশ্র, তীর্থঙ্কর রায়, শুকুল সিকদার, কেনিজ রবিউল ফতিমা(আলেয়া), গৌতম ঘোষ (দার্জিলিং), শান্তনু দে।   

Comments :0

Login to leave a comment