MD SALIM on NDA

খড়কুটো আঁকড়ে ধরছে বিজেপি,
এনডিএ বৈঠক প্রসঙ্গে সেলিম

জাতীয় রাজ্য

CPIM BJP RSS TMC WEST BENGAL POLITICS BENGALI NEWS

বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দিনেই ৩৮টি দলের বৈঠক করেছে বিজেপি। সেই বৈঠককে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মহম্মদ সেলিম। তিনি বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপির কোনও নেতা এই ৩৮টি দলের নাম বলতে পারবে না, এমন সব দলকে জোগার করা হয়েছে! 

 

 

দিল্লিতে মঙ্গলবার বৈঠক করেছে এনডিএ। বিজেপি এতদিন কোনও শরিকদের দিকে তাকায়নি। পাটনা এবং বেঙ্গালুতে পর বিরোধী বৈঠক দেখে এনডিএ’কে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে বিজেপি।

এদিন সেলিম বলেছেন, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে দেখে আতঙ্কে ভুগছে বিজেপি। তাই বিরোধী ঐক্যের বৈঠকের দিনেই এই ৩৮টি দলকে সামনে আনা হয়েছে। কিন্তু এই দলগুলি আদতে বিভিন্ন বিরোধী দল থেকে ভাঙিয়ে নেওয়া গোষ্ঠী। এরমধ্যে শিবসেনা থেকে ভাঙিয়ে নেওয়া অংশ যেমন রয়েছে, তেমনই রয়েছে চিরাগ পাসওয়ানের মতো ‘বিদ্রোহী’রা। 

সেলিম আরও বলেছেন, যে গোষ্ঠী এবং নেতারা এই বৈঠকে যোগ দিয়েছে, বিজেপি নিয়ম করে তাঁদের চোর এবং দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করে এসেছে। এখন পরিস্থিতির চাপে তাঁদেরকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরার চেষ্টা চলছে। 

 

Comments :0

Login to leave a comment