metro line jump

একই সপ্তাহে ফের মেট্রো লাইনে ঝাঁপ। ব্যাহত দক্ষিনেশ্বর-সেন্ট্রাল পরিষেবা

কলকাতা

ফের ঝাঁপ মেট্রো লাইনে। একই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার।এই কারণে ব্যাহত হলো ব্লু  লাইনের মেট্রো পরিষেবা। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের ঝাঁপ দেন ওই যাত্রী। ফলত, দক্ষিনেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত পরিষেবা বন্ধ রয়েছে।

দুপুর ৩ টে ৩১ নাগাদ এমজি রোড মেট্রো স্টেশনের ডাউন লাইনে আত্মহত্যার চেষ্টা করেন ওই যাত্রী। এই ঘটনায় তৎক্ষণাৎ ওই লাইনে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়। তাকে লাইন থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফলত,দক্ষিনেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তবে ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত স্বাভাবিক পরিষেবা জারি রয়েছে এমনি খবর মেট্রো সূত্রে। 
একই সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটলো। গত ২০ নভেম্বর নেতাজি মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি।  

Comments :0

Login to leave a comment