সরকারি হাসপাতালের ভিতরে একজন রোগীর সাথে এই ঘটনা ফের নতুন করে সরকারি হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। ঘটনা সামনে আসার পর হাসপাতালের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।
আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা গোটা রাজ্যের সামনে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার পাশাপাশি, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। এবার ডায়মন্ড হারবারের ঘটনা নতুন করে সেই বিতর্ককে উষ্কে দিল।
Comments :0