Dhupguri Hospital

গাফিলতির জেরে নাবালিকার মৃত্যু, বিক্ষোভ ধূপগুড়িতে

জেলা

বিক্ষোভ ধূপগুড়ি হাসপাতালে। ছবি সঞ্জিত দে।

ফের বিতর্কে শিরোনামে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কতটা বেহাল, দিন দিন প্রমাণিত হচ্ছে নানান ঘটনার মধ্য দিয়ে। এবার ধূপগুড়িতে চিকিৎসকের কর্তব্যে গাফিলতে অভিযোগ। জরুরী বিভাগে দেখা মিলল না চিকিৎসকের। মৃত্যু হলো  ১২ বছরের এক কিশোরীর। মৃতের নাম রিয়া যাদব। ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের বিএমওএইচকে ঘিরে বিক্ষোভ। 
ধূপগুড়ি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, রিয়া যাদবকে জ্বর ও পেট খারাপ জনিত অসুস্থতার কারণে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল সোমবার। দু ঘন্টা অবজারভেশনে রেখে চিকিৎসার পর চিকিৎসক রোগীকে সুস্থ বলে দাবি করে ছেড়ে দেন। এমনটাই দাবি কিশোরীর পরিবারের। বাড়ি নিয়ে যাওয়ার পর ফের শারীরিক সমস্যা শুরু হয় কিশোরীর। মঙ্গলবার তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ সেই সময় জরুরী বিভাগে দেখা মেলেনি চিকিৎসককের। সেখান থেকে রোগী ও রোগীর আত্মীয়কে পাঠানো হয় হাসপাতালে বহির্বিভাগে। আবার সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক রোগীকে না দেখেই ফের পাঠান জরুরী বিভাগে। এই ভাবেই অসুস্থ কিশোরীকে নিয়ে হাসপাতালে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটোছুটি করতেই সময় পেরিয়ে যায়। দাবি পরিবারের। জরুরী বিভাগের চিকিৎসক সেই কিশোরীকে যখন দেখেন তার আগেই ওই কিশোরী মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। এই ঘটনা নিয়েই  প্রশ্ন উঠতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে। যদিও কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকদের সামনে বক্তব্য দিতে অস্বীকার করেন। এর আগেও গত ১৭ নভেম্বর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল মৃত্যু হয় মল গিলে ফেলা সদ্যোজাতর। অভিযোগ ওঠে প্রসবের সময়ে সাড়া পাওয়া যায়নি কোনও চিকিৎসক, নার্সদের। প্রসূতি নিজেই সন্তান প্রসব করেন। পাশে ছিলেন পরিবারের সদস্যরা। সেসময়ে নার্সরাও তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সদ্যোজাতর মুখের ভিতর মল ঢুকে যায়। এদিনের এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
 

Comments :0

Login to leave a comment