Mitali express

পাঁচমাস পর ফিরল আটকে পড়া মিতালী এক্সপ্রেস

রাজ্য

প্রায় পাঁচমাস পর  ঢাকা থেকে ভারতের নিউ জলপাইগুড়িতে ফিরেছে মিতালী এক্সপ্রেস। পার্সপোট ও ভিসা থাকা যাত্রীদের নিয়ে ঢাকা ও ভারতের নিউজলপাইগুলি চলাচল করতো ট্রেনটি।
চলতি বছরের ১৭ জুলাই শেষ বারের মতো বাংলাদেশ গিয়েছিল মিতালী এক্সপ্রেস। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশে। বিভিন্ন এলাকার হামলা, ভাঙচুরের ঘটনায় তপ্ত হয়ে ওঠে ভারত-বাংলাদেশের অন্যতম রেল-যোগসূত্র মিতালী এক্সপ্রেসের ১০টি কোচ গিয়ে আর ফিরে আসে নি গোলমালের কারণে। চালক ও গার্ড-সহ ওই ট্রেনের কর্তব্যরত সব কর্মীকে জরুরি ভিত্তিতে বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। দু’দেশের মধ্যে ট্রেন পরিষেবা স্থগিত করে দেওয়ার ঘোষণা করে ভারতীয় রেল। সেই কারণেই মিতালী এক্সপ্রেসের কামরাগুলি ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
দীর্ঘ ৫ মাস পর মঙ্গলবার ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালী এক্সপ্রেস।  
তবে কোন যাত্রী ছিলেন না, খালি কোচগুলো নিয়ে মিতালি এক্সপ্রেস ট্রেনটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতো দিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়ে ছিল। সোমবার দুই দেশের বিদেশ সচিবের বৈঠকের পর ভারতে ফিরে এলো ট্রেনটি। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটির সব কোচ হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে যায়। বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে ১৩১৩২/৩১ মিতালী এক্সপ্রেস ট্রেনটি। রেলওয়ে সুত্রে জানা যায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে  হলদিবাড়ি প্রবেশ করে দেয়া হয়। সুত্র মতে তবে, দুই দেশের মধ্যে ফের এই ট্রেনের পরিষেবা কবে শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।

Comments :0

Login to leave a comment