ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সের কাছে ২-১ গোলে হার সাদাকালো ব্রিগেডের। মঙ্গলবার কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে, চার্চিলের কাছে হেরে লীগ টেবিলে নিজেদের আরও বেকায়দায় ফেলল মহামেডান।
ম্যাচের প্রথম গোলটি আসে ৪২ মিনিটে। শারিফ মহম্মদের গোলে এগিয়ে যায় গোয়ার দলটি এবং প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যাবধানে। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে, ঠিক ৯০ মিনিটের মাথায় দাউদার গোলে সমতা ফেরায় সাদাকালো ব্রিগেড। ফলাফল হয়ে যায় ১-১। কিন্তু তাও শেষ অবধি ম্যাচ বাঁচাতে পারল না কিবু ভিকুনা ব্রিগেড। অতিরিক্ত সময়ের ৯৪ মিনিটে, স্যানের গোলে ম্যাচ জেতে চার্চিল।
ম্যাচের ৭১ মিনিটে চার্চিলের ডিফেন্ডার মোমো কিসে এবং ৭৩ মিনিটে মহামেডানের ডিফেন্ডার সাইরুয়াত কিমা, দুজনেই লাল কার্ড দেখেন। ফলে শেষের বেশকয়েক মিনিট দুটি দলই দশজনে খেলে। ম্যাচের সেরা নির্বাচিত হন আবদুলায়ে স্যানে।
Comments :0