indian super league

কোচিতে জয়ের লক্ষ্যে মোহনবাগান

খেলা

ছবি অর্পণ সেনগুপ্ত

 

শনিবার কোচিতে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে কেরালা ব্লাস্টার্স ও মোহনবাগান। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায় । লীগ টেবিলের যা পরিস্থিতি তাতে পরিষ্কার ৬পয়েন্ট পেলেই পরপর দুইবার লীগ শীল্ড উঠবে গোষ্ঠ পাল সরণির ক্লাবে। তাই আত্মতুষ্টি যাতে গ্রাস না করে সেই দিকে তাই বাড়তি নজর দিচ্ছেন মলিনা। গত মরশুমে কোচিতে এই ম্যাচ জিতেই চ্যাম্পিয়নশিপে ঢুকে পড়েছিল মোহনবাগান। হাড্ডাহাডি ম্যাচে সেদিন খেলার ফল হয়েছিল ৪-৩ । সাদিকুর জোড়া গোল ,কামিংস ও দীপক টাংরির গোলে সেদিন মানজাপ্পারাদের হারিয়েছিল সবুজ মেরুন। সেই টাংরি ও কামিংস শনিবারও মুখিয়ে থাকবে গোলের জন্য। এই মরশুমেও গত বছর ১৪ ডিসেম্বরের  ম্যাচে আলবার্তোর শেষ মুহূর্তের বিশ্বমানের গোলে ম্যাচটি জিতেছিল মোহনবাগান। খেলার ফল হয়েছিল ৩-২। তাই এই ধরণের ক্লোজ ফলাফলের ম্যাচে খুবই সতর্ক থাকতে হবে । বিশেষত যখন মোহনবাগান এই মুহূর্তে শীর্ষে রয়েছে। একটা ভুল পদক্ষেপই বিপদ ডেকে আনতে পারে। এই জায়গা থেকে শিল্ড হাতছাড়া করলে নিজেদের ক্ষমা করতে পারবেননা ফুটবলাররা। নোয়া না থাকাটা যেমন কেরালার কাছে সমস্যার জায়গা , ঠিক তেমনই কার্ড সমস্যায় গ্রেগ স্টুয়ার্টের না থাকাটাও চিন্তার বিষয় মলিনার জন্য। তাই শনিবার শুরু থেকেই জোড়া স্ট্রাইকারে খেলতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে ম্যাকলারেনের সঙ্গী হতে পারেন কামিংস। মাঝমাঠে টাংরি ও আপুইয়া । রক্ষণে আলবার্তোর সঙ্গী হবেন আলড্রেড আশীষ রাই না থাকায় সেই জায়গায় খেলবেন দীপেন্দু এবং লেফট ব্যাকে অধিনায়ক শুভাশীষ।শনিবার জিততে না পারলেই ২১ম্যাচে ৪৯ পয়েন্টে পৌঁছে যাবে মোহনবাগান।   

Comments :0

Login to leave a comment