ভুয়ো চেক দিয়ে আসানসোল কর্পোরেশনের কয়েক লক্ষ টাকা উধাও হয়েছে। অভিযোগ, একটি সংস্থার বকেয়া মেটানোর নামে ভুয়ো চেক দেওয়া হয়েছে।
ঘটনার প্রতিবাদে রাজ্যের পৌর মন্ত্রীকে চিঠি দিলেন সিপিআই(এম) নেতা বংশগোপাল চৌধুরী।
পৌর মন্ত্রীকে পাঠানো চিঠিতে ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। দোষীদের শাস্তির দাবিও জানিয়েছেন তিনি।
আসানসোল কর্পোরেশনের মেয়র ও পশ্চিম বর্ধমানের জেলা শাসককেও এই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে।
বিশেষ সূত্রের খবর, দীপাবলির ঠিক আগে কোনও একটি সংস্থার বকেয়া মেটানোর নামে সই হুবহু নকল করে চেক দেওয়া হয়েছে। কর্পোরেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৪০ লক্ষ টাকা তোলা হয়েছে। উল্লেখ্য, আসানসোল কর্পোরেশনের কুলটি বরোর অ্যাকাউন্ট থেকেও এ ধরনের টাকা সরানো হয়েছিল।
বংশগোপাল চৌধুরী উদ্বেগের সঙ্গে জানান, কর্পোরেশন প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় ঘাটতি রয়েছে। রানিগঞ্জ শহর ও জামুরিয়ার পৌর এলাকার পরিষেবা নিয়ে নাগরিকদের ক্ষোভ বাড়ছে। নাগরিকদের অভিযোগ, এই শহরের রাস্তা সংস্কার, জঞ্জাল সাফাই, পানীয় জল সরবরাহ অন্যান্য পরিষেবা তলানিতে ঠেকেছে। শূন্যপদে নিয়োগ নেই। কর্মীর অভাবে কর্পোরেশনের কাজে বিলম্ব হচ্ছে। আসানসোল কর্পোরেশনের উন্নত পরিষেবা প্রদানের দাবিও চিঠিতে জানিয়েছেন বংশগোপাল চৌধুরী।
ASANSOL CORPORATION
আসানসোল কর্পোরেশনের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও, তদন্তের দাবি
×
Comments :0