WOMEN'S PREMIER LEAGUE

উইমেন্স প্রিমিয়ার লীগে শনিবার ' এল ক্লাসিকো '

খেলা

ছবি প্রতিকী

শনিবার উইমেন্স প্রিমিয়ার লীগে ( WPL ) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। ভারতীয় ক্রিকেটে পুরুষ হোক বা মহিলা এই দুই দল যখন একে অপরের মুখোমুখি হয় তখন সেটাকে ক্রিকেটের ' এল ক্লাসিকো ' হিসেবে আখ্যায়িত করা হয়। WPL র ইতিহাসে মোট ৫বারের মুখোমুখি সাক্ষাতে ৩বার জিতেছে মুম্বই ও ২বার দিল্লি। গতবছর লীগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে অফে বেঙ্গালুরুর  বিরুদ্ধে হেরে তাদের দৌড় শেষ হয়েছিল। রাজধানী শহর দিল্লি শেষ করেছিল শীর্ষস্থানে। তবে ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গিয়েছিল দিল্লি। এবছর নিলামে তারা নন্দিনী কাশ্যপ , সারা ব্রাইস ও নিকি প্রসাদকে কিনেছে দিল্লি। এছাড়াও দলে জেমিমা রদ্রিগেজ ও মেগ ল্যানিংয়ের মতো খেলোয়াড়রাও রয়েছে। মুম্বই ইন্ডিয়ানসের হারমানপ্রীত , আমানদীপ কৌররাও তৈরী দিল্লির বেগ সামলানোর জন্য।

Comments :0

Login to leave a comment