দীর্ঘ টালবাহানাত পরে অবশেষে মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি খতিয়ে দেখতে এনআইএ-কে পাঠাবার সিদ্ধান্ত নিল কেন্দ্র। রবিবার মহারাষ্ট্রে নির্বাচনী জনসভা বাতিল করে দিল্লি ফিরেই মণিপুর নিয়ে বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জানা গেছে, সোমবার দুপুরে দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে তুলে দিয়েছে শাহের মন্ত্রক। এদিকে, সূত্রের খবর, এদিনই সন্ধ্যায় ইম্ফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ এই দাবি করে রবিবার সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করে কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। তাই সরকার বাঁচাতে তড়িঘড়ি এই বৈঠক বলে অভিমত রাজনৈতিক মহলের।
যদিও এনপিপি সমসর্থন প্রত্যাহার করলেই সাথে সাথে সরকারের পতন ঘটবার সম্ভবনা নেই। ৬০ আসনের মণিপুর বিধানসভায় ম্যাজিক ফিগার ৩১, বিজেপির হাতে আছে ৩৭ জন বিধায়ক। এছাড়াও সমর্থন রয়েছে এনপিএফ-এর ৫ বিধায়ক, নীতীশ কুমারের দল জেডিইউ-র এক বিধায়ক এবং তিন নির্দল বিধায়ক। তাই এনপিপি’র সাত বিধায়কের সমর্থন খোয়ালেও আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে চিন্তা নেই বিজেপির।
তবে খুব একটা স্বস্তিতেও নেই বিজেপি। রাজ্যে হিংসার জেরে সাত কুকি বিধায়কের সুরও ক্রমশ চড়ছে। মেইতেই অধ্যুষিত ইম্ফলে গিয়ে তাঁরা বিধানসভার অধিবেশনেও যোগ দিচ্ছেন না। এই পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় তাঁরা মুখ্যমন্ত্রী বীরেনের ডাকা বৈঠকে যোগ দেবেন কি না, তাও স্পষ্ট নয়।
এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কোন কোন মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থাকে। শুধু জানা গিয়েছে হিংসা, প্রাণহানি সংক্রান্ত এই তিন মামলার তদন্ত করছিল মণিপুর পুলিশ। তাদের কাছ থেকে নিয়ে তদন্তভার তুলে দেওয়া হল এনআইএ-র হাতে।
Manipur Violence
বেকায়দায় পরে অবশেষে মণিপুর কান্ডে তদন্ত ভার এনআইএ-কে
×
Comments :0