Rail

বয়স্কদের জন্য এখনই নয় কোন ভর্তুকি : রেলমন্ত্রী

জাতীয়

এখনই বয়স্কদের জন্য ভাড়ার ক্ষেত্রে কোন ছাড় দেবে না রেল। বুধবার লোকসভায় এই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন লোকসভায় মধ্যপ্রদেশ নির্দল সাংসদ নবনীত রানা রেলমন্ত্রীকে প্রশ্ন করেন যে, কবে থেকে ফের সিনিয়র সিটিজেনদের জন্য ভাড়ায় ভর্তুকির ব্যাবস্থা চালু করবে রেল। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘গত বছর রেল যাত্রীদের ৫৯,০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে তা দেওয়া হয়েছে।’’ 

এদিন লোকসভায় রেলমন্ত্রী বলেন, প্রতিবছর ৯৭,০০০ কোটি টাকা রেলের খরচ হয় কর্মীদের বেতন দিতে, ৬০,০০০ কোটি টাকা খরচ হয় পেনশনের জন্য এবং ৪০,০০০ কোটি টাকা খরচ হয় জ্বালানির জন্য। 

উল্লেখ্য ২০২০ সালে করোনা অতিমারির পর থেকেই সিনিয়ন সিটিজেনদের জন্য যেই ছাড়ের ব্যাবস্থা ছিল তা বন্ধ করে দেওয়া হয়।     

Comments :0

Login to leave a comment